ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরির উদ্বোধন
ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি উদ্বোধন হয়েছে মঙ্গলবার। বার্মিংহামে সর্বকালের বৃহৎ এই পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন মালালা ইউসুফজাই। এ সময় মালালা লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে থাকা ইউরোপের সম্মানীয় প্রায় ১ হাজার ব্যক্তির কাছ থেকে আন্তরিক অভিনন্দন পান। তিনিও তাদের সম্মানের প্রতিদান দিতে ভুল করেননি। বিভিন্ন দুঃসময়ে যারা তার পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন, প্রকাশ্যে সমর্থন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্কুলপড়ুয়া ১৬ বছর বয়সী মালালা বন্দুধারী কর্তৃক মাথায় গুলি লাগার পর জরুরি চিকিৎসার জন্য গত অক্টোবর পাকিস্তান থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। সন্ত্রাসবাদ ধ্বংস করতে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে ‘বই এবং কলম’কে অভিহিত করে মালালা লাইব্রেরির উদ্বোধনী বক্তব্য শুরু করেন। তিনি খুব পরিষ্কার উচ্চৈ:স্বরে বলেন, ইংল্যান্ডের হূদয়খ্যাত বার্মিংহামে এতবড় একটি লাইব্রেরি উদ্বোধনে অংশ নেওয়াটা আমার কাছে নিঃসন্দেহে সম্মানের। এটা আমি কখনও ভুলব না। আমি কখনও বার্মিংহামও ভুলব না। কারণ আমি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরের ৭ দিন এখানেই বেঁচে ছিলাম।
এখানকার ডাক্তার ও নার্সরা আমাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছেন। এখানকার শিক্ষকরা আমার লেখাপড়ার ক্যারিয়ারটিতে আবার জীবন দিয়েছেন। সর্বপরি এখানকার মহৎ মানুষজন আমাকে নৈতিক সমর্থন দিয়েছে। তাই প্রিয় জš§ভূমি পাকিস্তানের পরে এখন বার্মিংহামই আমার অরেকটি বাড়ি।
পাকিস্তানি কিশোরী মালালা ইংল্যান্ডের একটি স্কুলে ৫ মাস পর ভর্তি হয়েছেন। বর্তমানে ১৬ বছর বয়সী মালালা বার্মিংহাম শহরের ইডব্যাগস্টোন হাইস্কুলে ক্লাস করতে যাচ্ছেন।