২০১৮ বিশ্বকাপের ড্র : কারা কোন গ্রুপে
রাশিয়ার মস্কোতে স্টেট ক্রেমলিনে প্যালেস কনসার্ট হলে হয়ে গেলো রাশিয়া বিশ্বকাপের ড্র। আগামী বছরের জুনে ফুটবল মহাযজ্ঞে কে কার মুখোমুখি হবে সেটা জানা হয়ে গেলো আনুষ্ঠানিকভাবে।
স্বাগত ভাষণ জানিয়ে অনুষ্ঠানের সূচনায় ছিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাদের ভাষণের পর ছিল মিউজিক্যাল পারফরম্যান্স। এরপরেই শুরু অনুষ্ঠানের মূল অংশ।
দেখে নিন কে কোন গ্রুপে পড়েছে-
গ্রুপ এ : রাশিয়া, উরুগুয়ে, সৌদি আরব ও মিশর।
গ্রুপ বি : পর্তুগাল, স্পেন, মরক্কো ও ইরান।
গ্রুপ সি : ফ্রান্স, পেরু, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক।
গ্রুপ ডি : আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া।
গ্রুপ ই : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।
গ্রুপ এফ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।
গ্রুপ জি : বেলজিয়াম, ইংল্যান্ড, পানামা ও তিউনিশিয়া।
গ্রুপ এইচ : পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল ও জাপান।