ব্রেক্সিট বিল বাবদ অর্থ দিতে রাজি ব্রিটেন
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সংক্রান্ত ব্রেক্সিট বিল বাবদ সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার কোটি ডলার পরিশোধ করতে রাজি হয়েছে ব্রিটেন। এর কারণে সামনের মাসেই আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হতে পারে বলে আশা করছেন ইউরোপীয় নেতারা।
১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত ইইউ’র অপরিশোধিত বিল, ঋণ, পেনশনসহ ব্রিটেনের যতো দেনা রয়েছে, সেগুলো হিসাব করেই এই বিলের আর্থিক পরিমান নির্ধারণ করা হয়েছে। তবে এই বিপুল পরিমান অর্থের বোঝা চাপানোর যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে ব্রিটেনবাসী। প্রধানমন্ত্রী থেরেসা মে এই অর্থ পরিশোধে রাজি হওয়ায় তারা তীব্র ক্ষোভ জানায়। বিচ্ছেদ প্রক্রিয়াকে জটিল করার পাশাপাশি ফায়দা হাসিলে জোট নেতারা এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ তাদের।
এদিকে পরবর্তী ধাপের আলোচনায়, যুক্তরাজ্যে অবস্থানরত ইউরোপীয় নাগরিক এবং ইউরোপে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের অধিকার রক্ষা, আয়ারল্যান্ডের সীমানা ব্যবস্থাপনা এবং ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আলোচনার কথা রয়েছে। ২০১৯ সালের মার্চের মধ্যে ব্রেক্সিটের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে।