কাতার সঙ্কট নিরসনের প্রত্যাশা
আসন্ন গালফ সামিটে অংশগ্রহণের জন্য লিখিত আমন্ত্রণ পেয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কুয়েতের আমির সাবাহ আহমেদ আল জাবের আল সাবাহ কাতারি আমিরকে লিখিত এই আমন্ত্রণ জানান।
আগামী মঙ্গলবার কুয়েতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই সম্মেলন।
কুয়েতের একজন কূটনৈতিক আল জাজিরাকে বলেন, ‘৫ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত দুই দিনের গাল্ফ সম্মেলন অনুষ্ঠানের জন্য কুয়েতের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের পক্ষ থেকে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং পরবর্তী দুই দিনের মধ্যে তাদের লিখিত জবাবের জন্য অপেক্ষায় আছি।’
তিনি জানান, গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের অন্তর্ভূক্ত সব দেশের অনুমোদনের পর পরিকল্পনামাফিক নির্ধারিত সময়েই এই সামিট অনুষ্ঠিত হবে। এই সম্মেলন গত ছয় মাস ধরে চলা গাল্ফ সঙ্কট প্রশমনে বিরাট অগ্রগতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর থেকে কুয়েত এই সঙ্কট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
প্রতিবেশী এই দেশগুলোর অভিযোগ কাতার সন্ত্রাসবাদকে সমর্থন করছে। যদিও কাতার তা শুরু থেকেই অস্বীকার করে আসছে।