মোবাইল ফোন ব্যবহারে তরুণদের সতর্ক করলেন পোপ
যুবসমাজকে ফোন নিয়ে মেতে না থাকতে সতর্ক করেছেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার বিকালে রাজধানীর নটরডেম কলেজ মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে তিনি এর ওপর গুরুত্বারোপ করেন।
পোপ ফ্রান্সিস বলেছেন, ‘তোমার আশেপাশে যারা আছে তাদের প্রতি অমনোযোগী হয়ে মোবাইল ফোনে সারাদিন খেলায় মত্ত থেকে সময় কাটিয়ে দিও না। ইতিহাস আমাদের থেকে শুরু হয়নি। বরং আমরা সুপ্রাচীন এক প্রবাহমানতার অংশ। সেই বাস্তবতা আমাদের চেয়েও সমৃদ্ধ। তোমাদের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানির সঙ্গে সবসময় আলাপ করবে।’
অনুষ্ঠানে পোপকে স্বাগত জানান বরিশালের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ফাদার প্যাট্রিক গাছনী। সমাবেশে বিভিন্ন ধর্মের প্রায় ১০ হাজার তরুণ-তরুণী অংশগ্রহণ করে।
এর আগে গত ২৫ নভেম্বর চট্টগ্রামে এক সম্মেলনে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীও ছেলেমেয়েদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছিলেন। তার এ বক্তব্যের পর অনেকেই সমালোচনা করেন।