মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে চাপ দেয়ার আহ্বান রুশনারার
মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় ওই দেশের সরকারকে চাপ দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইনের যুক্তরাজ্য সফরের আগে সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান।
প্রেসিডেন্ট থিয়েন সেইন ক্ষমতাগ্রহণের পর মিয়ানমারে রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি এসেছে দাবি করা হলেও দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ এ এমপি।
কিছুদিন আগে মিয়ানমার সফর করে গেছেন রুশনারা আলী। ওই সফরের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে গত বছর সাম্প্রদায়িক দাঙ্গা শুরুর পর থেকে নানা ধরনের নির্যাতন-নিপীড়নে রয়েছেন মুসলিম রোহিঙ্গারা।
এ সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ীদের বিচার দাবি করে ব্রিটিশ লেবার পার্টির এ এমপি বলেন, এ ঘটনায় মিয়ানমার সরকারকে চাপ দিতে যুক্তরাজ্য সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।