রোহিঙ্গাদের সব নিদর্শন মুছে ফেলার চেষ্টা করছে মিয়ানমার
রোহিঙ্গা জাতি-গোষ্ঠীর সকল প্রকার নিদর্শন, চিহ্ন, ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করছে মিয়ানমার। এমনই তথ্য তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক প্রতিবেদন। শনিবার প্রকাশিত প্রতিবেদনটিতে ১৯৯০ সালে মিয়ানমারের সংসদ নির্বাচনে একটি আসন থেকে নির্বাচন করে বিজয়ী হওয়া একজন রোহিঙ্গা নেতার সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে. কেউ মিন কলেজে রোহিঙ্গাদের একটি ছাত্রসংগঠনের সদস্য ছিলেন। তিনি সরকারি স্কুলে পড়ালেখা করেছেন। এমনকি ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে একটি সংসদীয় আসন থেকে নির্বাচন করে জয়ী হন। কিন্তু, মিয়ানমার সরকারের তথ্য মতে এখন আর কেউ মিনের কোনো রোহিঙ্গা সঙ্গী বাকি নেই। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মুসিলমদের ওপর নির্যাতন চলছে। তারা এখন প্রতিবেশি বাংলাদেশের জন্যও সমস্যা। আজ তারা রাষ্ট্রহীন। মিয়ানমারের সংখ্যাগরিষ্ট বৌদ্ধরা তাদের পরিচয়কে অস্বীকার করছে।