৪০৫০ কোটি ডলারের মালিক, পকেটে থাকে না ফুটো পয়সা!
ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানিকে কমবেশি অনেকেই চেনেন। চার হাজার ৫০ কোটি ডলারের মালিক মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স। বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে।
তবে মজার বিষয় হল- এত টাকার মালিক মুকেশ আম্বানির পকেটে কিন্তু ফুটো পয়সাও থাকে না। এমনকি ক্রেডিট কার্ডও বহন করেন না তিনি।
তাহলে প্রশ্ন উঠতে পারে- সবখানে তিনি চলেন কী করে, সামাজিকতাই বা কীভাবে রক্ষা করেন?
এই প্রশ্নের উত্তরে মুকেশ আম্বানি জানান, সার্বক্ষণিক তার সঙ্গে থাকা সহযোগীরাই যাবতীয় বিল মিটিয়ে দেন।
শুক্রবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে দেয়া এক বক্তব্যে মুকেশ আম্বানি এ কথা জানান।
তিনি বলেন, ‘অর্থ তেমন বিশেষ কোনো ব্যাপার নয়। এটি কেবল কোনো প্রতিষ্ঠানকে ঝুঁকি নিতে সাহায্য করে। এ ছাড়া অর্থ আপনাকে অল্প মাত্রায় স্বস্তি দিতে পারে।’