লন্ডনে ফেসবুকের নতুন হেড কোয়ার্টার
লন্ডনে ফেসবুকের নতুন হেড কোয়ার্টার চালু হয়েছে। বলা হচ্ছে এতে করে আগামী বছর যুক্তরাজ্যে নতুন আরও ৮০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বলা হয়, এর ফলে মধ্য-লন্ডনে কর্মরত অর্ধেকের বেশি মানুষ যুক্তরাষ্ট্রের বাইরে ফেসবুকের নতুন প্রযুক্তি কেন্দ্র তৈরিতে সমর্থ হবে।
ফেসবুকের ইএমইএ সার্ভিসের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলসন বলেন, ‘লন্ডনে নতুন পথচলার মাধ্যমে ফেসবুক যুক্তরাজ্যে আরও বিস্তৃতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘ইকোসিস্টেমে যুক্তরাজ্যের উদীয়মান উদ্যোগ এবং প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক খ্যাতি লন্ডনে বিশ্বের সেরা টেক-কোম্পানি গড়ে উঠতে সাহায্য করবে।’
নিকোলা জানান, ‘আমরা এখানে আমাদের কোম্পানি খুলেছি কারণ ফেসবুক ব্যবহারে এই দেশটির পুরাতন ঐতিহ্য রয়েছে। আমরা পুরো বিশ্বকে কাছাকাছি আনতে কাজ করে যাচ্ছি।’
লন্ডনে ফেসবুকের নতুন হেড কোয়ার্টারটির নকশা করেছেন ফ্রাঙ্ক গেহরি। এতে প্রায় ৭ হাজার কর্মীর একসাথে কাজ করার সুযোগ থাকবে।