ব্রিটেনে হাজার অপরাধের কারণ ফেসবুক
ব্রিটেনে গত এক বছরে ফেসবুকের সঙ্গে জড়িত অপরাধ সংঘটিত হয়েছে এক হাজারের বেশি। এ অপরাধের মধ্যে যৌন নিপীড়ন ও হয়রানির মতো ঘটনাও রয়েছে। ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে শিশুদের যৌন হয়রানি, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। মার্ক জাকারবার্গের তৈরি সাইট এখন শুধু তর্ক-বিতর্কের কেন্দ্রেই সীমাবদ্ধ নেই, এ প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধ সংঘটনের ঘটনা বাড়ছে।
অনেকে অপরাধ করার পর ফেসবুকে তা প্রকাশ করে গর্ব পর্যন্ত করছে। ফেসবুক কর্তৃপক্ষ এ প্রসঙ্গে জানিয়েছে, তারা সাইটটিকে যথেষ্ট নিরাপদ করতে কাজ চালিয়ে যাচ্ছে। ফেসবুকের একজন মুখপাত্র জানান, ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টিকে সবচেয়ে প্রাধান্য দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক নিপীড়ন বা হয়রানি করার কোনো প্ল্যাটফর্ম নয়, তবে দুর্ভাগ্যবশত ফেসবুকেও কিছু দুর্বৃত্ত রয়েছে।