বাংলাদেশ এখন ডিজিটাল: প্রধানমন্ত্রী

pmইন্টারনেট সেবার আওতায় এসেছে প্রান্তিক জনগোষ্ঠী। বাংলাদেশ এখন ডিজিটাল কেউ তা অস্বীকার করতে পারবে না। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিবে মেধাবী তরুণরা। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি বিকাশের ফলে আমাদের সামনে নতুন এক শিল্প বিপ্লবের সুযোগ তৈরি হয়েছে। এ বিপ্লবের প্রধান রসদ হলো তরুণ-তরুণী, যা আমাদের আছে।
প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ আমরা বলতে পারি ডিজিটাল বাংলাদেশ। অথচ দশম সংসদের নির্বাচনের পর আমাদের ‘ডিজিটাল বাংলাদেশ’ ইশতেহার নিয়ে অনেকে ঠাট্টা করেছিল।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ খুব বেশি শিক্ষিত না হলেও তারা মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী। এত বেশি সময় ধরে মোবাইল ফোনে কথা বলার রেকর্ড বিশ্বের অন্য কোনও দেশে নেই। এখন স্কাইপির মাধ্যমে বিদেশে আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলতে পারে মানুষ। হাতে টাকা এলেই এখন কেউ ছেলের সঙ্গে, কেউবা স্বামীর সঙ্গে কথা বলবে ও একে অপরকে দেখবে বলে ডিজিটাল সেন্টারে গিয়ে বসে থাকে।
বিশ্বে প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য শেষে মঞ্চে আসে। এসময় সোফিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। পরে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button