টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত এ মনোনয়ন তালিকায় বিশ্বের কুখ্যাত নেতাদের মধ্যে গতবারের বর্ষসেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও রয়েছেন। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু টাইম বলছে, তার এ উদ্ভট দাবি মিথ্যা। মনোনয়নের তালিকায় রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প পুঁচকে রকেট ম্যান বলে কটাক্ষ করে থাকেন। বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বেশ আলোচনায় আছেন তিনি। টাইমের তালিকায় রয়েছেন ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্প ও রাশিয়ার মধ্যে যোগসাজশের বিষয়ে তদন্তে বিশেষ পরামর্শক বরার্ট মুলারের নাম।
এ ছাড়াও রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যিনি দেশকে আধুনিক ইসলামে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বশেষ গত মাসে তার নির্দেশে দুর্নীতিবিরোধী অভিযানে কয়েকজন সৌদি প্রিন্স ও কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। টাইমের মনোনয়ন দৌড়ে আরও রয়েছেন বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস, মার্কিন ফুটবলার কলিন কায়েপারনিক ও যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক পেটি জেনকিন্স।