ব্রিটেন ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন খুব শিগগিরি তেহরান সফর করবেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি জানিয়েছেন। শনিবার তেহরান সফরে আসা পররাষ্ট্রমন্ত্রী জনসন ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হবেন বলে জানান কাসেমি।
মুখপাত্র বাহরাম কাসেমি শুক্রবার জানিয়েছেন, সফরে অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ পরিস্থিতিসহ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করা হবে।
এদিকে, ব্যাংকিং ইস্যুসহ লন্ডন ও তেহরানের মধ্যে সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে বরিস জনসন চলতি সপ্তাহের শেষের দিকে ইরান সফর করবেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এর আগে জানিয়েছিল।
জনসন এরইমধ্যে ওয়াশিংটন সফর করেছেন এবং সেখানে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যাতে বের না হয়ে যায় সেজন্য দেশটির কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।