‘হুজুরদের কবর রচনা করবো’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকদের গৃহবন্দি করার চক্রান্ত আর না। এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের ন্যায্য দাবি আদায়ে আমরা আন্দোলন করে যাব।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আট হাজার টাকা মজুরি ও গার্মেন্ট’র নারী শ্রমিকদের গৃহবন্দি করার ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মেনন বলেন ‘তেঁতুল হুজুর’ মাওলানা শফি বলেছেন, গার্মেন্ট শ্রমিকরা নাকি নানা অসামাজিক কর্মকাণ্ড করে জীবিকা অর্জন করে। অথচ এদেশের শতকরা ৮০ ভাগ বৈদেশিক মুদ্রা আসে এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে।
সে সব গার্মেন্ট মালিক শ্রমিকদের নূন্যতম মজুরি আট হাজার টাকা দেবেন না তাদের তৈরী পোশাক বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান মেনন।
সমাবেশে শেষে একটি লাল পতাকা মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের স্লোগান ছিল ‘হুজুরদের কবর রচনা করবো’।