সিরিয়ায় হামলার বিরুদ্ধে ভোট দিল নিউইয়র্কবাসিরা
বিদ্রোহীদের উপর কথিত রাসায়নিক অস্ত্র হামলার ‘অপরাধে’ মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত। বিশ্বের যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় মানুষ এ হামলার বিপক্ষে। এমনকি মার্কিন দোসর বৃটেনের হাউজ অব কমন্সও এ হামলার বিরুদ্ধে রায় দিয়েছে। মার্কিনীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিরিয়ায় আক্রমণ চালাবে না তারা। ঠিক এমনি এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের অধিবাসীদের কাছ থেকে সরাসরি মতামত বা ভোট নিচ্ছে যে সিরিয়ায় মার্কিন সামরিক হামলা চালানো ঠিক হবে কি হবে না। সম্প্রতি নিউইয়র্কের টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এ ধরনের একটি ভোট গ্রহণ।বিবিসি’র খবরে জানা গেছে, টাউন হলে মতামত বা ভোট গ্রহণে দিনভর উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান টম রিড এবং নিউইয়র্কের একজন রিপাবলিকান সদস্য। জানা গেছে, বেশিরভাগই জানিয়েছে যে, সিরিয়ায় মার্কিন হামলার বিপক্ষে তারা।রিড বলেন, ‘পুরো রাজ্যজুড়ে এতোদিন আমি যা শুনে এসেছি ঠিক তা-ই আজ শুনছি আমি এখানে। সিরিয়ায় মার্কিন সেনাদের হামলার ব্যাপারে সবাই খুব উদ্বিগ্ন।’উপস্থিতদের অনেকে যুক্তরাষ্ট্রের হামলা চালানো উচিত বলে রায় দিলেও দিনের শেষে হামলা না চালানোর পক্ষেই রায় দিয়েছেন রিড।