স্বাধীন ফিলিস্তিনের দাবি থেকে আমরা পিছপা হবো না
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র৷ বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন৷ আমরা কখনোই স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের দাবি থেকে পিছপা হবো না৷
আজ ১৩ ডিসেম্বর বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিশ্বের ৫৬টি মুসলিম দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হওয়া ওআইসির সম্মেলনে উদ্বোধনী ভাষণে এরদোগান এসব কথা বলেন৷
তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত ইসরাইলি উগ্রবাদীদের সমর্থনের নামান্তর৷ আমেরিকার সিদ্ধান্তের ফলে ইসরাইলিরা কেবল আস্কারাই পাচ্ছে৷ এটা ইসরাইলিদের সরাসরি সহযোগিতার শামিল৷
তিনি আরো বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত নৈতিকতা ও মানবতার চরম লঙ্ঘন৷ ইসরাইলি সৈন্যরা ফিলিলিস্তিনি শিশুদের হত্যা করছে৷ ইসরাইলি সৈন্যদের হাত ফিলিলিস্তিনিদের রক্তে রঞ্জিত৷ ইসরাইল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র৷
তুর্কি প্রেসিডেন্টের আহ্বানে অনুষ্ঠিত ওআইসির ওই সম্মেলনে ফিলিস্তিন, জর্দান, ইরান, পাকিস্তান ও বাংলাদেশসহ ২২টি মুসলিম রাষ্ট্রের প্রধান ও ২৫ টি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ উপস্থিত হয়েছেন৷ বাংলাদেশের রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ খানও বৈঠকে উপস্থিত রয়েছেন৷