গুরুত্বপূর্ণ ব্রেক্সিট বিলের ভোটে তেরেসার পরাজয়
যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ১১ এমপির বিদ্রোহের মুখে ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ ভোটে ব্রিটিশ সরকারের পরাজয় হয়েছে। পার্লামেন্টের ভোটে সরকারের এ পরাজয়কে প্রধানমন্ত্রী তেরেসা মের জন্য একটি ধাক্কা বলেই বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খবর বিবিসির। এই ভোটের মাধ্যমে ব্রাসেলসের সঙ্গে চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির ওপর ভোট গ্রহণের জন্য পার্লামেন্টকে একটি আইনি বৈধতা দিলেন ব্রিটিশ এমপিরা। এর বিরোধিতা করে সরকার বলছিল, এটি করা হলে কোনো বিঘ্ন ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু শেষ মুহূর্তে বিদ্রোহীদের ছাড় দেয়ার একটি উদ্যোগ সত্ত্বেও বিলে একটি সংশোধনী আনার পক্ষেই বেশি ভোট পড়ে। ৩০৫ জন এমপি সরকারি প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেন ৩০৯ জন।