মালয়েশিয়ায় বিজয় দিবস পালিত
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মুহ: শহীদুল ইসলাম। পতাকা উত্তোলন শেষে বীর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় কুয়ালালামপুর রেনিসন্স হোটেলে বিজয় দিবসের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল কর্মকর্তা আব্দুল্লাহ জাওয়াই ও আন্ডার সেক্রেটারি জেনারেল মি: তান।
আলোচনা সভায় হাইকমিশনার মুহ. শহিদুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। সেইসঙ্গে তিনি জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আলোচনা সভা শেষে সম্মিলিত সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি নেতারাসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।