বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু
টঙ্গীর তুরাগ তীরে ২৬ দিন পর শুরু হচ্ছে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। আগামী ১২ জানুয়ারি শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। আখেরি মোনাজাতে ১৫ জানুয়ারি শেষ হবে প্রথম ধাপ। ৪ দিন বিরতির পর ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা উপলক্ষে চলছে সব প্রস্তুতি।
বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন জানান, ২৬ দিন পর শুরু হতে যাচ্ছে ২০১৮ সালের বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে চলছে সব প্রস্তুতি। এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেবে দেশের ৩২টি জেলার মুসল্লি। গত ২০১৬ সালে যে ৩২ জেলার মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন সেই সব জেলার মুসল্লি এ বছর (২০১৮ সালে) অংশ নেবেন। বিশ্বের মুসলিম উম্মাহ দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি এতে অংশ নেন। ইমান ও আমল ঠিক রাখতে লাখ লাখ মুসল্লি আল্লাহর ইবাদত বন্দেগি করতে বিশ্ব ইজতেমায় জামাতবদ্ধ হন।