মাওলানা বরকতপুরীর ইন্তেকালে ইউকে জমিয়তের শোক

আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, শাইখুল হাদিস হযরত মাওলানা আবদুল বাসিত বরকতপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দ।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, হাফিজ মাওলানা সৈয়দ তছদ্দুক আহমদ, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শাহ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা  আশফাকুর রহমান, হাফিজ মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ, মাওলানা শামসুল আলম ক্বিয়ামপূরী, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্বিক, মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুস সামাদ, হাফীজ জিয়াউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহ প্রচার সম্পদাক মাওলানা আওলাদ হুসেন জগদলী, মাওলানা আখতারুজ্জামান আখতার, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশনাথী, মিডিয়া সেক্রেটারি মাওলানা খালেদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, ওয়েলফেয়ার সেক্রেটারি সৈয়দ আরজু মিয়া, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা রশিদ আহমদ প্রমুখ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, শায়খুল হাদীস হয়বত মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী ছিলেন ইলিম ও আমলের মূর্ত প্রতীক, পূর্বসূরী আকাবিরদের উন্নত রুচিবোধের সঠিক ধারক ও বাহক, উলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফল অভিভাবক এবং মহান মুহাদ্দিস হিসেবে যে ঐতিহাসিক ও দীর্ঘকালীন খেদমত আঞ্জাম দিয়েছেন তা কোন দিন ভূলে যাওয়া সম্ভব নয়। আমরা দোয়া করি আল্লাহপাক যেন হযরতকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তার দেখানো পথে আমাদেরকে জীবন গঠন করার তাওফিক দান করেন। নেতৃবৃন্দ হযরতের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার এবং শোকাহত জনতার প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button