সিরিয়ায় বিষাক্ত গ্যাস ব্যবহারের নতুন প্রমাণ: ব্রিটিশ প্রধানমন্ত্রী
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার যে নিজ দেশের জনগণের ওপর গত মাসে বিষাক্ত রাসায়নিক গ্যস ব্যবহার করেছে, তার নতুন প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলছেন, বৃটিশ বিজ্ঞানীরা ইংল্যান্ডের পোর্টন ডাউন ল্যাবরেটরিতে সারিন গ্যাস ব্যবহারের প্রমাণ খুঁজে পেয়েছেন। তবে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য কারা দায়ী বৃটিশ গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষায় তা নির্ণয় করা সম্ভব হয়েছে কিনা, সে সম্পর্কে ক্যামেরন কিছু জানাননি। এদিকে ওই প্রমাণ কিভাবে ও কখন বৃটেনে পৌঁছালো সে ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি বৃটিশ প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এর আগে গত বুধবার সিরিয়ায় সারিন গ্যাস ব্যবহারের প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।