২০১৮ সাল থেকে সৌদি অভিবাসীদের ওপর নতুন কর কার্যকর

saudi labour২০১৮ সাল থেকে সৌদি অভিবাসী ও প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক কর কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রণালয়। এক টুইট বার্তায় সৌদি অর্থমন্ত্রণালয় জানায়, এ কর মাসিক ভিত্তিতে ৩০০ রিয়াল থেকে ৪০০ রিয়াল পর্যন্ত হবে। গত মঙ্গলবার বলা হয়, বেসরকারি খাতের সংস্থাগুলো এ কর আদায় করবে। এ কর আদায়ের উদ্দেশ্য হচ্ছে, বেসরকারি খাতে কর্মরত অভিবাসী ও প্রবাসী শ্রমিকদের জায়গায় সৌদি নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ কর আদায়ের ফলে অভিবাসী ও শ্রমিকদের জন্য সৌদিতে কাজ করা কঠিন হয়ে পড়বে। মাসিক বেতন দিয়ে নিজেদের পেট চালানোই তাদের জন্য কঠিন হয়ে পরবে। সেই সঙ্গে সৌদির অর্থ বর্হিবিশ্বে পাচার হওয়াও বন্ধ হয়ে যাবে।অর্থমন্ত্রণালয় এর আগে ঘোষণা করেছিল, ২০১৯ সালে বেসরকারি কোম্পানিগুলো শ্রমিকদের ওপর এ কর বৃদ্ধি করে ৬০০ সৌদি রিয়াল করা হবে। ২০২০ সালে আরও ২০০ রিয়াল বৃদ্ধি করে ৮০০ রিয়াল করা হবে। তবে যেসব কোম্পানিগুলোতে স্থানীয় শ্রমিকদের তুলনায় প্রবাসী শ্রমিকদের সংখ্যা কম হবে তাদের ওপর ২০১৮ সাল তিনশ রিয়াল কর আরোপ হবে এবং এ কর ধারাবাহিক বৃদ্ধি করে ৭০০ রিয়াল করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button