ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ
ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। জানা গেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র অনুরোধে তিনি পদত্যাগ করেছেন। এক তদন্তে মন্ত্রীর বিরুদ্ধে মন্ত্রীসভার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে সেই ইস্যুতে পদত্যাগ করলেন ডেমিয়ান।
উল্লেখ্য, ২০০৮ সালে ডেমিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে তার কার্যালয়ের কম্পিউটারে পর্নগ্রাফি পাওয়ার অভিযোগ উঠে। যদিও কম্পিউটারে পর্নগ্রাফি ডাউনলোড করা কিংবা দেখার অভিযোগ ডেমিয়ান বরাবরই অস্বীকার করে এসেছেন। বলেছেন, এমন অভিযোগের কোনও ভিত্তি নেই।
তদন্তে দেখা গেছে, ডেমিয়ান কম্পিউটারে ওইসব অশ্লীল জিনিস পাওয়া যাওয়ার বিষয়টি জানতেন না বলে যে বিবৃতি দিয়েছিলেন তা ঠিক ছিল না। এরপরই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার অনুরোধ জানান। তার বিদায়ে গভীর দুঃখ প্রকাশ করে একটি লিখিত বিবৃতিও দেন মে।
ডেমিয়ান গ্রিন ছিলেন প্রধানমন্ত্রী মে’র সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন এবং সবচেয়ে ঊর্ধ্বতন মন্ত্রী। দলের বিভক্তি সামলে দলকে একতবদ্ধ রাখায় সহায়ক ভূমিকা পালন করেছিলেন তিনি। ব্রেক্সিট আলোচনার এ শেষ সময়ে এসে ডেমিয়ানের পদত্যাগ মে’র জন্য একটি বড় ধাক্কা হিসাবেই দেখছেন বিশ্লেষকরা।