নিউইয়র্কে অ্যাপার্টমেন্টে ঢুকে বাংলাদেশিকে গুলি

muhibযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাসায় ঢুকে মহিবুল ইসলাম (৫১) নামে এক বাংলাদেশিকে গুলি করেছে এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এস্টোরিয়ার ২৪ স্ট্রিটে নিজ অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ হন মহিবুল।
আহত মহিবুলের বাড়ি মৌলভীবাজারের রাজনগর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে নিউইয়র্কে থাকেন।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকালে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি ইউপিএসের লোক পরিচয় দিয়ে মহিবুলের বাসার দরজায় নক করেন।
তিনি দরজা খুলে দিলে ওই ব্যক্তি তার মাথায় পিস্তল তাক করেন। এসময় মহিবুল পিস্তলটি ফেলে দেয়ার চেষ্টা করলে গুলিটি লক্ষ্যভেদ করে তার পায়ে লাগে। ঘটনার সময় অজ্ঞাত এক ব্যক্তিকে দরজার বাইরে অপেক্ষা করতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
সিসিটিভির ফুটেজ থেকে ওই কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের ছবি সংগ্রহ করা হয়েছে। তাকে ধরিয়ে দেয়ার জন্য পুলিশ ২৫০ ডলার পুরস্কার ঘোষণা করেছে।
তবে হামলার কোনো কারণ এখনো খুঁজে পায়নি পুলিশ। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button