বর্ণবাদী ব্রোচ পরে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রিন্সেস
ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের ভোজসভায় বর্ণবিদ্বেষী ব্রোচ পরে সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চাইলেন প্রিন্সেস মাইকেল অব কেন্ট। অভিযোগ উঠেছে, প্রিন্স মাইকেল অব কেন্টের স্ত্রী মেরি ক্রিস্টিন এমন একটা ব্রোচ পরে এসেছিলেন যা বর্ণবিদ্বেষের উদাহরণ হিসেবে আছে।
বাকিংহাম প্রাসাদে বড়দিন উপলক্ষে বুধবার ভোজসভার আয়োজন করেন রাণী। ব্ল্যাকআমুর নামে পরিচিত ওই গহনার বিশেষত্ব কষ্টিপাথর বা আবলুস কাঠে পুরুষের কাঁধ পর্যন্ত খোদাই করা মূর্তি। এর মাথায় সোনা এবং দামী পাথরে মোড়া পাগড়ি। এ ধরনের গহনা উনিশ শতকে ইউরোপে বহুল প্রচলিত ছিল। কিন্তু কালো পুরুষ মূর্তিটি দাসপ্রথার নমুনা হিসেবে গণ্য হওয়ার কারণে পরবর্তীতে বর্ণবিদ্বেষের পরিচায়ক হয়ে ওঠায় এর ব্যবহার কমে যায়।
নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন প্রিন্সেস মাইকেল অফ কেন্ট। তিনি বলেন, কাউকে দুঃখ দেয়ার জন্য ওই ব্রোচটি পরেননি। এটি উপহার হিসেবে পেয়েছিলেন এবং আরো অনুষ্ঠানে পরেছিলেন বলে জানান রাণীর ভ্রাতৃবধূ।