প্যাটারসনে বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস উদযাপন

bddayমাশুক আহমদ, নিউ জার্সী থেকে: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় “বাংলাদেশ ডে-২০১৭”।
পেটারসন সিটি কাউন্সিল’র উদ্যোগে সিটি চেম্বার হলে “বাংলাদেশ ডে-২০১৭” নামে অনুষ্ঠিত বিজয় দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করেন পেটারসন সিটি কাউন্সিলম্যান শাহিন খালিক।
কাউন্সিলম্যন শাহীন খালিক পরিচালনায় এবং কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ জুবায়ের আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান, প্যাটারসন সিটির মেয়র জেন উইলিয়ামস ওয়ারেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার, সিটি কাউন্সিল প্রেসিডেন্ট রুবি কটন, কাউন্সিল এট্ লারজ মারিছা ডেভিলা, অ্যালেক্স মেন্ডেজ, কাউন্সিলম্যন উইলিয়াম ম্যাকওয়য়ে, আন্দ্রে সায়েগ, বোর্ড অব এডুকেশন কমিশনার জোয়েল  ডি রামিরেজ  ফ্লাভিও রাইভেরা ও বোর্ড অব অ্যাডজাস্টমেন্ট কমিশনার জয়েদ রহিম সামরান।
bdday3অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ জলিল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের  প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, হেলডন বোর্ড অব ইউটিলিটি কমিশনার  দেওয়ান বজলু চৌধুরী, নিউ জার্সি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু , সাধারণ সম্পাদক  শামিম আহমেদ, নিউ জার্সী আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মুক্তাদির তুফায়েল, আওয়ামীলীগ নেতা সেলিম আহমেদ চৌধুরী, এ কে মজুমদার, রেজাউল করিম, ডাক্তার মোহাম্মেদ মাহফুয হায়দার, নিউ জার্সি বি এন পি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, বি এন পি নেতা আনহার মিয়া, মিনহাজ আহমেদ, মুহাম্মদ মহসিন, কমিউনিটি এক্টিভিস্ট তাজ উদ্দিন, সাইদুর রহমান দাদা ভাই, রেখা বেগম, আবু সুফিয়ান, ফয়জুর রহমান ফটিক, আব্দুল হক, আব্দুর রাব্বানী, সফিউল আলম বাবলু, আব্দুল হেলিম, দিপু আহমেদ, মুহাম্মদ মাসনুন আহমেদ, আমিনুল ইসলাম, ওয়াজিদ আলী, ময়েজ আহমেদ নিউ জার্সি আওয়ামী যুবলীগ সভাপতি নুরুজ্জামান সুহেল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাফিজ, যুবলীগ নেতা ফয়েজ আহমেদ, মাহফুজুর রহমান রুমন, ইমরান হোসাইন, শাজাহান হান্নান সাজু, সায়েক হোসাইন,দীপ্ত রায়, মিন্টু আলী, ফয়েজ আলী, আলমগির আলী, জালালাবাদ ট্রাভেলসের চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই নিউ জার্সি শাখার সদস্য সচিব মাশুক আহমদ, দিনবদল পত্রিকার সম্পাদক  বিশ্বজিৎ দে বাবলু, ইভেন্ট ইউ এস এ র সত্বাধীকারী এনাম চৌধুরী, প্যাটারসন পাবলিক স্কুলের শিক্ষক মুহাম্মদ ফরিদ উদ্দিন ও প্যাটারসন পাবলিক স্কুলের স্পেশাল প্রজেক্ট কোওরডিনেটর গিলমান চৌধুরী প্রমুখ।
সিটি কাউন্সিলের সদস্য ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখক মহিলা ও শিশু-কিশোরের উপস্থিতিতে আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এনাম চৌধুরীর পরিচালনায় এবং সৃষ্টি একাডেমীর একাডেমীর কর্ণধার সুবর্ণা মেনন খান এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত একটি গীতি নৃত্য নাট্য দর্শকদের আনন্দিত করে।
bdday2

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button