চীনের রেস্তোরাঁয় থাপ্পড় প্রতিযোগিতা
থাপ্পড়কে সাধারণতা ঝগড়ার অংশ মনে করা হয়। তবে চীনের এক কোম্পানি থাপ্পড়কে দর্শনের নতুন রূপ দিল। কোম্পানিটির দাবি থাপ্পড়ে শুধু ঝগড়া নয় সম্পর্কও বৃদ্ধি পায়। এতে পারস্পরিক সম্পর্কের উন্নয়ণ ঘটে। তাইতো কোম্পানিটি তার একটি রেস্তোরাঁর কর্মীদের মাঝে থাপ্পড় প্রতিযোগিতার আয়োজন করে। থাপ্পড় প্রতিযোগিতার এ ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।