মুফতি ওয়াক্কাসের মুক্তির দাবিতে দেশব্যাপী জমিয়তের বিক্ষোভ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের মুক্তির দাবিতে কেন্দ্রীয় জমিয়ত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাদজুমা যশোর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর এবং মুফতি ওয়াক্কাসের নির্বাচনী এলাকা মনিরামপুর থানা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি হারুনুর রশীদ, মুফতি রশীদ বিন ওয়াক্কাস, মাওলানা আজিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম প্রমুখ।
সিলেট জেলা ও মহানগর জমিয়তের উদ্যোগে আয়োজিত মিছিল বন্দর বাজার জামে মসজিদ থেকে বের হয়ে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, প্রিন্সিপাল মাহমুদ হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রমুখ।
গাজীপুর চৌরাস্তায় জেলা জমিয়তের মিছিলে নেতৃত্ব দেন মুফতি নাসির উদ্দীন খান, মুফতি জহীরুল ইসলাম, মুফতি ফেরদৌস মাহমুদ প্রমুখ।
মৌলভীবাজার শাহ মোস্তফা সড়কে জেলা জমিয়তের মিছিলে নেতৃত্ব দেন প্রিন্সিপাল সৈয়দ মাসউদ আহমদ, কারী শামসুল হক, শরীফ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
হবিগঞ্জ নূরুল হেরা মসজিদ চত্বরে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মাসরুর আহমদ, মাওলানা আব্দুল কাদির হোসাইনী, মাওলানা আজিজুল কিবরিয়া ফুরকানী প্রমুখ।
সুনামগঞ্জ দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন প্রিন্সিপাল আব্দুল বসীর, মাওলানা আফসার উদ্দীন, মাওলানা মোশতাক গাজীনগরী, মাওলানা আব্দুল বসীর সরদার প্রমুখ।
বি-বাড়ীয়া বিশ্বরোড মোড়ে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি মাহবুব আলম, মাওলানা ইমতিয়াজ প্রমুখ।
কুমিল্লা জেলা ও মহানগরের যৌথ মিছিলে বক্তব্য দেন মাওলানা শাহজালাল ভূঁইয়া, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সুলতান আহমদ, মাওলানা জোহায়ের আহমদ প্রমুখ।
খুলনা জেলা ও মহানগরের যৌথ মিছিলে বক্তব্য দেন মাওলানা শহীদুল্লাহ, মুফতি আব্দুল্লাহ, মুফতি কুতুব উদ্দীন, মাওলানা আশফাক আহমদ, হাফেজ আবুল কাশেম প্রমুখ।
পটুয়াখালী জেলা জমিয়তের মিছিলে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা আবুল হাসান, মাস্টার শাহজাহান প্রমুখ।
বরিশাল জেলা জমিয়তের মিছিলে বক্তব্য দেন মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা মুজাম্মেল হোসাইন প্রমুখ।
ঝিনাইদহ জেলা জমিয়তের মিছিলে নেতৃত্ব দেন মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা আসআদ, মাওলানা উসমান গনি প্রমুখ।
নরসিংদী জেলা জমিয়তের মিছিলে নেতৃত্ব দেন মাওলানা আব্দুর রহীম, মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ।
মুন্সিগঞ্জ জেলা জমিয়তের মিছিলে নেতৃত্ব দেন জেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক জমিয়তের কেন্দ্রীয় নেতা এইচএম মনিরুজ্জামান প্রমুখ।
এ ছাড়াও দেশের ৫০টিরও অধিক উপজেলায় জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসবিজ্ঞপ্তি।