রেকর্ড ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও কানাডা
হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার উত্তরের অঙ্গরাজ্যগুলো। অনেক এলাকায় তাপমাত্রার অধোগতি রেকর্ড ছাড়িয়েছে।
ঠান্ডায় মিনেসোটা, নিউ হ্যাম্পশায়ার, শিকাগো, কানসাস, পেনসিলভানিয়া, নিউ জার্সি ও নিউইয়র্কের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে ‘আইসবক্স অব দ্য নেশন’ খ্যাত মিনেসোটার তাপমাত্রা নেমেছে সবচেয়ে বেশি, মাইনাস ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শিকাগোতে গাড়ির ভেতরে থাকা ৬২ বছর বয়সী এক ব্যক্তির ঠান্ডায় মৃত্যু হয়েছে।
নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটনের তাপমাত্রা নেমে এসেছে রেকর্ড মাইনাস ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এ এলাকাকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ আবহাওয়ার বাড়ি’ বলা হয়।
বড়দিন থেকে শুরু হওয়া তুষারপাতে জবুথবু হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এরি শহর। শহরটির রাস্তাঘাট ৫ ফুটের বেশি পুরু তুষারে ঢাকা পড়ার পর তা সরাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
এদিকে, কানাডার কিছু অংশে উত্তর মেরু কিংবা মঙ্গল গ্রহের চেয়েও বেশি ঠান্ডা পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।