সিলেট প্রেসক্লাব নির্বাচনে বিজয়ী হলেন যারা
সিলেট প্রেসক্লাবের ২০১৮-২০১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইকরামুল কবির, সহ-সভাপতি পদে এনামুল হক জুবের, এম এ হান্নান, সাধারণ সম্পাদক পদে ইকবাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক পদে ইয়াহইয়া ফজল, কোষাধ্যক্ষ পদে শাহাব উদ্দিন শিহাব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে খালেদ আহমদ, সদস্য পদে দিগেন সিংহ, মো. ফয়ছল আলম ও শুয়াইবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে লড়েন ২৮ জন প্রার্থী। সভাপতি পদে ইকরামুল কবির ভোট পান ৫৭ ও মোহাম্মদ বদরুদ্দোজা বদর ভোট পান ৪।
সহ-সভাপতি পদে এনামুল হক জুবের ভোট পান ৫৭, এম এ হান্নান ভোট পান ৫০, কামকামুর রাজ্জাক রুনু ভোট পান ২৭ ও ফারুক আহমদ ভোট পান ৩৫।
সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ মো. রেনু ভোট পান ৩২ , ইকবাল মাহমুদ ভোট পান ৩৫ , খালেদ আহমদ ভোট পান ৯ ও মঈনুল হক বুলবুল ভোট পান ৩৪।
সহ-সাধারণ সম্পাদক পদে ইয়াহইয়া ফজল ভোট পান ৫৬ ও মো. আব্দুল আহাদ ভোট পান ৫৩ ।
কোষাধ্যক্ষ পদে আব্দুল বাতিন ফয়সল ভোট পান ৪৩ , ফয়সাল আমীন ভোট পান ১৫ ও শাহাব উদ্দিন শিহাব ভোট পান ৫১ ।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নূর আহমদ ভোট পান ৫৭ ও মারুফ আহমদ ভোট পান ৫১।
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে আহমদ মারুফ ভোট পান ১৫ , খালেদ আহমদ ভোট পান ৪৯, সোয়েব বাসিত ভোট পান ৪৫ ও সৈয়দ সাইমূম আনজুম ইভান ভোট পান ১।
সদস্য পদে দিগেন সিংহ-ভোট পান ৪৫, মো. ফয়ছল আলম ভোট পান ৫৮, মো. বদরুর রহমান বাবর ভোট পান ১৬, রত্না আহমদ তামান্না ভোট পান ৩০, শুয়াইবুল ইসলাম ভোট পান ৫২ ও সুনীল সিংহ ভোট পান ৪৪।
নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহিন, ব্লাস্ট’র সভাপতি এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও এডভোকেট মনির উদ্দিন।
শনিবার সকাল ১০টায় ক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে সাধারণ সভা শুরু হয়। পরে বিকেল ৩টায় শুরু হয় ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হয় রাত সাড়ে ৮টার দিকে।