বর্ষবরণের রাতে লন্ডনে ছুরিকাঘাতে নিহত ৪

UK Policeইংরেজি বর্ষবরণের উৎসব চলাকালে লন্ডনে বিভিন্ন স্থানে পৃথক ছুরিকাঘাতে চার ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার লন্ডনের পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, গোয়েন্দারা চারটি পৃথক হত্যা মামলায় তদন্ত শুরু করেছেন। মধ্যরাতে লন্ডনের সিটি সেন্টার থেকে দূরের এলাকায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সিটি সেন্টারে বর্ষবরণ উৎসবের আতশবাজি দেখতে লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলেন।
নিহতদের মধ্যে একজনকে উত্তর লন্ডনের এনফিল্ড এলাকায় রবিবার রাতে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর ১৮ বছরের ওই তরুণের মৃত্যু হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে লন্ডনের স্থানীয় সময় সাড়ে সাতটার দিকে ২০ বছরের আরেক তরুণকে পূর্ব লন্ডনের ওয়েস্ট হ্যামে ছুরিকাঘাত করা হয়। আর রাত পৌনে এগারোটার দিকে তুলসি হিল এলাকায় ১৭ বছরের কিশোর ছুরিকাঘাতে নিহত হয়।
সোমবার ভোরের দিকে সিটি সেন্টারের পূর্ব দিকে বার ও ক্লাবে ভরপুর ব্যস্ত ওল্ড স্ট্রিটে ২০ বছরের আরেক তরুণকে ছুরিকাঘাতে নিহত হয়। ওই এলাকায় ২০ বছরের অপর এক তরুণকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৭ সালে লন্ডনে ছুরিকাঘাতের সংখ্যা অনেক বেড়েছে। মার্চ মাসে দেওয়া পুলিশের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে ১২ হাজার ১০০ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষ আহত হয়েছেন। যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ২২ ডিসেম্বর মেট্রোপলিটন পুলিশের এক নারী মুখপাত্র জানান, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ছুরিকাঘাতে ৭৭ জন মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button