ব্রিটেন ‘ছোট দ্বীপ’ কূটনীতিতে অপ্রাসঙ্গিক
সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে ব্রিটেনর উৎসাহকে ব্যঙ্গ করতে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটেনকে দ্বীপের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ব্রিটেন তো একটি ছোট দ্বীপ, তাদের কথা কেউ কানে তোলে না। আর বর্তমান সময়ে কূটনৈতিক ক্ষেত্রে দেশটিকে টেনে আনা অপ্রাসঙ্গিক। শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি। রাশিয়ার আভিজাত্যের কথাও শুনিয়েছেন ব্রিটিশদের। এমনভাবেই যুক্তরাজ্যকে নিয়ে ঠাট্টা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে দিমিত্রির বক্তব্যে ক্ষেপেছেন ডেভিড ক্যামেরন। পেসকভের বক্তব্য রাগের সঙ্গে নাকচ করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্য এখনও বিশ্বে শক্তিশালী। সিরিয়ার জন্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাজ্য ভূমিকা রাখবে। দ্য টেলিগ্রাফ।