ট্রাম্প টাওয়ারে আগুন
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫৮তলা ‘ট্রাম্প টাওয়ারে’ আগুন লেগেছে। স্থানীয় সময় সোমবার ৮ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে।
মার্কিন টেলিভিশনগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকালে এই অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নিউইর্য়ক সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ভোর ছয়টা ৫৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ শুরু করেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও এনবিসি বলছে, বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিউ ইয়র্কে যখন এই অগ্নিকাণ্ড ঘটে, প্রেসিডেন্ট ট্রাম্প তখন ওয়াশিংটনে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও প্রথম দিকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প টাওয়ারের ফ্ল্যাটে থাকতেন। তবে গত বছরের জুনে হোয়াইট হাউজে ওঠেন তারা।
ম্যানহাটনের ওই বহুতল ভবনে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার থাকে। যে কোনো বড় অনুষ্ঠানে সেটা আরও কঠোর হয়।
ট্রাম্পের মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠানের সদর দফতর মিডটাউনের ৫৬নং সড়কের ফিফথ এভিনিউয়ের ওই ভবনে।