লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড
উত্তর লন্ডনের ব্রেন্ড ক্রসে একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ১৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন ও ৯০ জনেরও বেশি ফায়ার সার্ভিসের কর্মকর্তা পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টেপলস কর্ণার এলাকায় এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, আগুন লাগার পর জনগণকে ওই এলাকা থেকে দূরে থাকার জন্য বলেছে লন্ডনের ফায়ার ব্রিগেড (এলএফবি)। এলএফবি বলছে, আগুন লাগার পর পৃথক জায়গা থেকে তারা খুব দ্রুত সময়ে ৯৯৯টি ফোন পেয়েছিলেন। কারণ আগুন প্রায় মাইলের কাছাকাছি পর্যন্ত দেখা গিয়েছিলো। ৯ টা ২০ মিনিটে প্রথম ফোন পেয়ে হেনডন এবং পার্শ্ববর্তী এলাকার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন এখনও জ্বলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র বলেন,‘উত্তর সার্কুলারের রঙের কারখানার এই আগুন ভয়াবহ যা লন্ডন জুড়ে দেখা যায়। আমরা লোকদের সম্ভাব্য এই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেই এবং স্থানীয় বাসিন্দাদের তাদের দরজা এবং জানালা বন্ধ রাখতে বলি।’
অচল ডিলন (৩৩) নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, আগুন ৩০ মিনিটের বেশি সময় ধরে তীব্রভাবে জ্বলছে। তিনি জানান, ওই ভবনের ১০০ মিটার ওপরে তিনি আগুনের শিখা দেখতে পান।
তিনি আরও বলেন, ‘আগুন এখনও জ্বলছে এবং চারদিক কালো ধোঁয়ায় ভরে গেছে’।