ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে জাতিসংঘে যাচ্ছে আরব লিগ
পূর্ব জেরুজালেমকে রাজধানী ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করবে আরব দেশগুলো। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এ কথা জানিয়েছেন।
১৯৬৭ সালে আরব যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। এরপর থেকে পূর্ব জেরুজালেমকে ইসরাইল নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে। গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেয়ার পাল্টা জবাব দিতে সম্প্রতি মিসরের কায়রোয় অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
ওই বৈঠকে জর্ডানের সভাপতিত্বে অংশ নিয়েছিল মিসর, মরক্কো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন। ওই বৈঠকের সিদ্ধান্তগুলো এগিয়ে নিতে শনিবার আম্মানে ছয় আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। সাফাদি বলেন, বলেন, ‘আন্তর্জাতিক পদক্ষেপ হিসেবে আমরা জাতিসংঘে প্রস্তাব আনার মাধ্যমে ওই সিদ্ধান্তের মোকাবেলা করব, যাতে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী, জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন স্বীকৃতি দেয়ার কথা বলা হবে।’