জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার দেবে বাংলা একাডেমি
বাংলা একাডেমি ‘জসীম উদ্দীন’ সাহিত্য পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে। পুরস্কারের মূল্যমান ৫ লাখ টাকা। সোমবার বিকালে একাডেমির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জনানো হয়। এতে একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ প্রমুখ বক্তৃব্য রাখেন।
মহাপরিচালক বলেন, দ্বিবার্ষিক এ পুরস্কারটি ষাটোর্ধ্ব জীবিত লেখক বা মনীষীকে প্রদান করা হবে। বিশেষ সাহিত্য বা সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হবে।
তিনি বলেন, ‘জসীম উদ্দীন’ পুরস্কার শিরোনামে দু’বছর অন্তর প্রতি মার্চ মাসে এ পুরস্কার প্রদান করা হবে। বাংলা একাডেমির সাধারণ সভায় পুরস্কার প্রদানের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শামসুজ্জামান খান আরো বলেন, চলতি বছর থেকেই ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ এর অর্থমূল্য বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে। এ বছর থেকে এ পুরস্কার অর্জনকারী প্রত্যেককে ২ লাখ টাকা করে প্রদান করা হবে।