১৮ দিনের ব্যবধানে সিলেটে যাচ্ছেন হাসিনা, খালেদা এবং এরশাদ

১৮ দিনের ব্যবধানে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্তী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্ঠির চেয়ারম্যান হোসেন মুহাম্মদ এরশাদ।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিলেট সফরের পর ৪ অক্টোবর জাপা প্রধান এরশাদ ও পরদিন ৫ অক্টোবর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ তিন দলীয় প্রধান সিলেটে জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে।
তিনটি দলের প্রধানের সিলেট আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন চাঙা হয়ে উঠেছে। প্রতিদিনই স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছেন। নির্বাচনের আগে দলীয় প্রধানদের জনসভাকে জনসমূদ্রে পরিণত করে সাংগঠনিক শক্তি ও দলের জনপ্রিয়তা প্রমাণ করতে নিরলসভাবে কাজ করছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button