কবিতা ও গবেষণায় পুরষ্কার পেলেন কবি মাহফুজুর রহমান আখন্দ

mahfuzurrahmanকবিতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাহিত্য পুরষ্কার পেলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। সম্প্রতি ঢাকা বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে একাত্তর অনলাইন একটিভিটিজ ফোরাম কর্তৃক এ পুরষ্কার প্রদান করা হয়। সংগঠনের সভাপতি লেখক-শিল্পী তাসনিম আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কবি নির্মলেন্দু গুণ। বিশেষ অতিথি ছিলেন মাননীয় সাংসদ ও কবি কাজী রোজী, বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কবি আসলাম সানী, কবি হাসনাইন সাজ্জাদ, কবি আবু তাহের বেলাল, গল্পকার গুলশান আরা রুবী প্রমুখ।
উল্লেখ্য, লব্ধপ্রতিষ্ঠ ছড়াকার, কবি, গবেষক, গীতিকার-সুরকার, সাহিত্য সমালোচক এবং সাংস্কৃতিক সংগঠক ড. আখন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর। ১৯৭২ সালের ২৮ ডিসেম্বরে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম মোজাফফর রহমান আখন্দ এবং মাতার নাম মর্জিনা বেগম। তিনি ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্টক্লাস ফাস্ট হয়ে এমএ করেছেন; অতঃপর ২০০০ সালে এমফিল এবং ২০০৫ সালে পিএইচ.ডি ডিগ্রীও অর্জন করেন। তার বিশটির অধিক গবেষণা প্রবন্ধ এবং দুই শতাধিক সাধারণ প্রবন্ধ-নিবন্ধ বিভিন্ন গবেষণা জার্নাল, জাতীয় ও স্থানীয় দৈনিক-সাপ্তাহিক পত্রপত্রিকা এবং অনলাইন ম্যাগাজিনসহ সাহিত্যের ছোট কাগজে ছাপা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button