হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঠদান শুরু
হবিগঞ্জে নবগঠিত শেখ হাসিনা মেডিকেল কলেজের ১ম ব্যাচের পাঠদান শুরু হয়েছে। জেলা সদর আধুনিক হাসপাতালের নবনির্মিত ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে বুধবার স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহির পায়রা উড়িয়ে কলেজের উদ্বোধন করেন। সদর আধুনিক হাসপাতাল ভবন এই মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস।
উদ্বোধনের পর প্রধান অতিথি আবু জাহির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে চলে যান।
শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, যুগ্ম-সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুখলেছুর রহমান, জেলা প্রশাসক মনীষ চাকমা, সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী, হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রথীন্দ্র চন্দ্র দেব, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র শীল প্রমুখ।
এছাড়া জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনুভুতি প্রকাশ করেন। তারা অদূর ভবিষ্যতে শেখ হাসিনা মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসে ক্লাশ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে প্রধান অতিথি আবু জাহির সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
অধ্যক্ষ আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম ব্যাচে ৫১ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে তাদের ক্লাস শুরু হয়েছে বুধবার। পরবর্তীতে হবিগঞ্জ-লাখাই সড়কে সদর উপজেলার সুলতান মাহমুদপুরের আনন্দপুর মৌজায় নিজস্ব ক্যাম্পাস গড়া হবে।
এ লক্ষ্যে আনন্দপুর মৌজায় ৩০ একর জমি অধিগ্রহণ বিষয়টি প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে আবু সুফিয়ান জানান।