কাবার ইমামের সঙ্গে মাওলানা আবুসাঈদের সাক্ষাৎ

abusaidকাবা শরীফের ইমাম শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস এর সঙ্গে সাক্ষাৎ করেছেন আইজলওয়ার্থ দ্বীন সেন্টারের খতিব মাওলানা আবুসাঈদ আনসারী। সম্প্রতি মক্কা শহরে কাবা শরীফের ইমামের নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ড. আব্দুর রহমান সাক্ষাতকালে আবু সাইয়িদের নেতৃত্বাধীন সফরসঙ্গীদের সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি পবিত্র বায়তুল আকসা সফরের জন্য সবাইকে সাধুবাদ জানান এবং তাদের নিকট থেকে ভ্রমণ অভিজ্ঞতার কথা শুনেন।
সফর নিয়ে নিজেদের অভিজ্ঞতা কথা কাবার ইমামের কাছে বর্ণনা করেন মাওলানা আবু সাইয়িদ। এসময় ড. আব্দুর রহমান মক্কায় আগমনের জন্য তাদের স্বাগত জানান।
সাক্ষাতের এক পর্যায়ে সফরকারিসহ মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন পবিত্র কাবা শরীফের ইমাম।
সফরকারিদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার আলী, আব্দুল মালিক, মোহাম্মদ জমিলুল হক, নাসিম সালমান রশিদ, আব্দুল কাইয়্যুম, আব্দুল আহাদ চৌধুরী, সোলায়মান আলী, আব্দুল্লাহ আলী এবং দিলাল মিয়া।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button