কানাডায় মুসলিম শিশুর হিজাব কেটে ফেলার চেষ্টা

kawlaকানাডার টরেন্টোয় খাওলা নোমান নামে ১১ বছরের এক মুসলিম শিশুর ওপর আক্রমণ চালিয়েছে এক দুর্বৃত্ত। সে কাঁচি দিয়ে শিশুটির হিজাব কেটে ফেলার চেষ্টা করেছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে টরেন্টোর পূর্বে পলিন জনসন স্কুলের কাছে এ ঘটনা ঘটে। ওই সময় শিশুটি স্কুল থেকে ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল।
খাওলা নোমান জানায়, বাড়ি ফেরার সময় এক ব্যক্তি দুবার তার হিজাব কেটে ফেলার চেষ্টা করে। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। হামলাকারীকে ভয় দেখানোর জন্য তার দিকে ফিরে সে চিৎকার করে, এর পর ভাইকে নিয়ে ছুটে পালিয়ে যায়।
শিশুটি জানায়, পরে সে দেখতে পায় তার হিজাবের নিচ থেকে ওপরে প্রায় ১২ ইঞ্চি কাটা।
জানা গেছে, প্রথম হামলার পর নিরাপত্তার জন্য দুই ভাইবোন অন্য ছেলেমেয়েদের সঙ্গে হাঁটছিল; কিন্তু বাড়ির রাস্তা আলাদা হওয়ায় একটা সময় অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা।
এর ১০ মিনিটের মধ্যেই হামলাকারী দুর্বৃত্ত আবার ফিরে আসে। এবারও সে শিশুটির হিজাব কাটার চেষ্টা করে। তখন নোমান চিৎকার দিয়ে ভাইয়ের সঙ্গে দৌড়ে আত্মরক্ষা করে।
পুলিশ জানিয়েছে, শিশু নোমানের ওপর হামলাকারী অভিযুক্ত ব্যক্তি এশীয় বংশোদ্ভুত। কালো মাথা ঢাকা পোশাক ও চশমা পরা ছিল ওই দুর্বৃত্ত। প্রায় ২০ বছর বয়সী এ দুর্বৃত্ত ৬ ফুটের মতো লম্বা ও মাঝারি স্বাস্থ্যের। পুলিশ তাকে খুঁজছে।
১১ বছরের খাওলা নোমানের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, একটি বাচ্চা মেয়ের ওপর তার ধর্মের কারণে হামলার ঘটনায় আমি মুষড়ে পড়েছি। আমাদের সবার আজ এবং প্রতিদিনই এটি মনে রাখা দরকার- এমন অপকর্মের চেয়েও আমরা ভালো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button