যুক্তরাষ্ট্রে মোবাইলে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের ভুল বার্তা

smsযুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে জনগণের মোবাইলে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের সতর্কবার্তা পাঠানো হয়েছে।স্থানীয় সময় শনিবার সতর্কবার্তাটি পাওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিবিসি জানিয়েছে, ওই বার্তাটিতে লেখা ছিল, ‘হাওয়াই প্রদেশে ব্যালিস্টিক মিসাইল আক্রমনের শিকার হতে পারে। দ্রুত নিরাপদ আশ্রয়ে যান। এটা কোনো মহড়া নয়।’
কিন্তু শিফট পরিবর্তনের সময় ভুল বাটন চেপে ওই সতর্কবার্তাটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগ।
বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে এর জন্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন হাওয়াইর গভর্নর।
তবে মার্কিন প্রশাসন বলছে, তারা এর পূর্ণ তদন্ত করবে।
মোবাইলে এই ব্যালিস্টিক মিসাইল হামলার বার্তাটি পাওয়ার পরের ঘটনা বর্ণনা দিয়ে একটি হোটেলে অবস্থান করা আজবেল জানান, এ সংবাদের পর আজবেল এবং তার বয়ফ্রেন্ড ও হোটেলটির শতাধিক গেস্টকে হোটেলের স্টাফরা বেজমেন্টে গরুর মতো সাজিয়ে রাখে। ওই সময় মানুষ কাঁদছে। স্পষ্টতই মানুষ তখন আতঙ্কিত ছিল। আজবেল জানান, সর্বশেষ সংবাদ জানার জন্য তারা ২০ মিনিট অপেক্ষা করেন। এরপর তাদেরকে জানানো হয় যে বার্তাটি একটি ভুয়া সংবাদ।
এ ঘটনায় মার্কিন নাগরিক ও ভিজিটররা বলছেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে দিন দিন উত্তেজনা বাড়ছে। দুই দেশের নেতার মুখ থেকেই যুদ্ধের প্রতিধ্বনি বের হচ্ছে। মোবাইল বার্তার এই হুমকি তাদের মনে যুদ্ধের অতিরিক্ত বিশ্বাসযোগ্যতা জন্ম দিবে। তারা বলছেন, এঘটনায় তারা আতঙ্কিত ছিল।
জাতিসংঘের নিষেধাজ্ঞা উপক্ষো করে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশটি ঘোষণা দিয়েছে, তাদের কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button