স্মার্টফোনে ইংরেজি ভাষা রোধে সোচ্চার ফ্রান্স
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির নাগরিকদের স্মার্টফোনে ফরাসি ভাষা ব্যবহার করার জন্য বলা হয়েছে। ফ্রান্সে ইংরেজির ভাষার আধিপত্য ঠেকাতে ও ফরাসি ভাষাকে সর্বস্তরের জন্য সার্বজনীন করার যে প্রক্রিয়া চলছে, নতুন এ সিদ্ধান্তকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
ফরাসি ভাষার চর্চা, অনুশীলন ও নীতি-নির্ধারক সংস্থা ‘দে এনরিচমেন্ট দে লা ল্যাংগু ফ্রান্সিস’, ফোনে ব্যবহৃত সকল ইংরেজি শব্দের ফরাসি প্রতিশব্দ নির্ধারণ করা শুরু করেছে। এমনকি সংস্থাটি ‘স্মার্টফোন’ শব্দটির ফরাসি প্রতিশব্দ ব্যবহারেরও উদ্যোগ নিয়েছে।
এছাড়াও ইমেইল, হ্যাশট্যাগ, ফেক নিউজ, ডার্ক ওয়েব ইত্যাদি শব্দগুলোরও ফরাসি বিকল্প ব্যবহার করা হবে। এর আগেও ফ্রান্স প্রশাসনের পক্ষ থেকে এধরণের উদ্যোগ নেয়া হয়েছিল, যদিও তাতে তেমন সাফল্য পাওয়া যায়নি।
প্রশাসন সাধারন জনগণকেও শব্দ নির্ধারণে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে। সামাজিক মাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে।