ইসলাম ব্রিটেনের জন্য হুমকি : ব্লেয়ার

Tonyব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইসলামের প্রতি অত্যন্ত লজ্জাহীনভাবে হামলা চালিয়ে বলেছেন, ‘মৌলিকভাবে উগ্রপন্থী’ এই ধর্ম ব্রিটেনের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
তিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার ওপর হামলা চালানোর উদ্যোগের বিরোধিতার জন্য বিরোধী দলীয় নেতা ব্রিটিশ লেবার পার্টির প্রধান মিলিব্যান্ডের তীব্র সমালোচনা করেছেন।
ব্লেয়ার বলেছেন, ক্যামেরনের নেতৃত্বাধীন ব্রিটিশ জোট সরকারের ওই উদ্যোগের বিরোধিতার ফলে সিরিয়া উগ্রবাদীদের শক্তিশালী উৎসে পরিণত হতে পারে।
ব্রিটেনের সংসদ সিরিয়ায় হামলার ওই উদ্যোগ রুখে দেয়ায় ব্লেয়ার হতাশ ও দুঃখিত হয়েছেন বলে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, ইসলামের ভেতরেই ধর্ম ও রাজনীতির মধ্যে এক মৌলিক যুদ্ধ চলছে, আর আমাদের সমাজের ভবিষ্যত নিরাপত্তার ওপর এই যুদ্ধের ব্যাপক প্রভাব রয়েছে।
ব্লেয়ার আরো বলেছেন, শিয়া ও সুন্নি উভয় ক্ষেত্রেই আপনি যখন ইসলামের মৌলিক বা গোঁড়া ইস্যুগুলোর মুখোমুখি হন তখন আপনাকে খুবই কঠিন পরিস্থিতি ও সংঘাত মোকাবেলা করতে হবে, আর এ কারণেই ইরাক আমাদের দ্বিধান্বিত করছে।
লেবার দলের সাবেক প্রধান ব্লেয়ার ছিলেন ২০০৩ সালে ইরাকে আক্রমণের প্রধান স্থপতি এবং ইরাকে ব্যর্থ সামরিক হস্তক্ষেপের পরিণতিতে ব্যাপক নিন্দা কুড়িয়ে ২০০৭ সালে ব্রিটেনের দশ বছরের এই শাসককে পদত্যাগ করতে হয়েছে। ইরাকে ইঙ্গ-মার্কিন হামলার কারণে দেশটির ১২ থেকে ১৩ লাখ নাগরিক নিহত হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button