ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
আজ শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তিনদিনের দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নিয়েছেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। ইজতেমা নির্বিঘ্ন করতে, র্যাব ও পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
শীতের কুয়াশা ঢাকা ভোরের নিস্তব্ধতা ভেঙ্গেছে আল্লাহু আল্লাহু ধ্বনিতে। টঙ্গীর তুরাগ তীরের ১৬০ একর এলাকা মুখর লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার ২য় পর্ব।
সৃষ্টিকর্তার কাছে নিজেকে সর্বান্তকরণে নিবেদনের এই জমায়েতে অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। সবার কণ্ঠে একই সুর যেন ভিন্ন দেশ আর ভিন্ন সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন।
এবারের বিশ্ব ইজতেমার ২য় ও শেষ পর্বের আয়োজনে অংশ নেয়া সবার একটাই চাওয়া। মহান রাব্বুল আল-আমিনের সন্তুষ্টি অর্জন করা। নিজেকে স্রষ্টার কাছে সঁপে দিয়ে দেশ ও সমাজের যেন ভালো হয় সেই প্রার্থনা।
শীতে মুসল্লিদের কষ্ট কমাতে মূল ময়দানকে ঢেকে দেয়া হয়েছে সামিয়ানা দিয়ে। তবে, শীতের প্রকোপ কিছুটা কমায় এই পর্বে অংশ নেয়াদের মাঝে ছিল স্বস্তির ছাপ। মুসলিম উম্মাহর বৃহৎ এ জমায়েতের নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
২১ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম এ জমায়েত।