রাজধানীতে এমপিপুত্রের ‘আত্মহত্যা’
রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র ছেলে অনিক আজিজের মরদেহ উদ্ধার করা হয়েছে। ন্যাম ৫নং ভবনের ৫০৪ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়না তদন্তের জন্য অনিক আজিজের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। শনিবার রাতে অনিক আজিজ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি জি জি বিশ্বাস বলেন, শনিবার রাতে ইন্টারনেটের তার পেঁচিয়ে আত্মহত্যা করেন অনিক। প্রাথমিকভাবে তারের চিহ্ন ছাড়া আর কোন ক্ষতের চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য।