২ ম্যাচ বাকি রেখে ইংল্যান্ডের সিরিজ জয়
টেস্ট সিরিজে ৪-০ তে হারলেও ওয়ানডে সিরিজের দুর্দান্ত ভাবে ছুটছে ইংল্যান্ড। রোববার সিডনিতে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা। সিরিজের বর্তমান অবস্থা ৩-০।৩০৩ রানের বিরাট টার্গেটে ব্যাট করতে নেমে শেষমেশ ৬ উইকেটে ২৮৬ রান তুলতে থেমে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫৩ বলে ৬২ রান করেন ওপেনার অ্যারোন ফিঞ্চ। এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জস বাটলারের সেঞ্চুরি ও ক্রিস ওয়েকসের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। জিতলেই দুই ম্যাচ হারে রেখে সিরিজ জিতে নিবে ইংলিশরা। এর আগে দুটি ম্যাচে জয় নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। তাদের ষষ্ঠ উইকেটের পতন হয়েছিল দলীয় ১৮৯ রানে। এরপর জস বাটলার ও ক্রিস ওয়েকস দলকে এগিয়ে নিয়ে যান।ইনিংস শেষে দুইজনই অপরাজিত থাকেন। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলেন নেন জস বাটলার। ৮৩ বল খেলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশত তুলে নেন ক্রিস ওয়েকস। ৩৬ বল খেলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজলেউড ২টি, প্যাট কামিন্স ১টি, মার্কাস স্টয়নিস ১টি, অ্যাডাম জাম্পা ১টি ও মিচেল মার্শ ১টি করে উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড ইনিংস: ৩০২/৬ (৫০ ওভার)। অস্ট্রেলিয়া ইনিংস : ২৮৬/৬(৫০ওভার)।ফল : ইংল্যান্ড ১২ রানে জয়ী ম্যাচসেরা : জোস বাটলার।