বিএসএফর গুলিতে ফের বাংলাদেশি আহত
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মোলানী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টায় মোলানী সীমান্তের ওপারে ভারতে অনুপ্রবেশ করলে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্যকরে গুলি চালায়। এতে আহত ওই গরু ব্যবসায়ী কোনওভাবে বাংলাদেশে পালিয়ে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে বিজিবির ঠাকুরগাঁও ৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আলমগীর হোসেন বিএসএফর গুলিতে বাংলাদেশি আহত হওয়ার খবর শুনেছেন বলে বাংলামেইলকে নিশ্চিত করেছেন।