কংগ্রেসে বিল পাসের মধ্য দিয়ে শেষ হলো যুক্তরাষ্ট্রের শাটডাউন
রিপাবলিকান ও ডেমোক্রেটদের সমঝোতার মাধ্যমে সাময়িক একটি অর্থ বরাদ্দের বিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের শাটডাউন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে অবৈধ তরুণ অভিবাসীদের বিষয়ে রিপাবলিকানদের কাছ থেকে ভবিষ্যতে আলোচনার আশ্বাস পাওয়ার পরই ডেমোক্রেট নেতারা এই বিলে স্বাক্ষর করেছেন।
সোমবার বিকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিলে স্বাক্ষর করেছেন।
শাটডাউনের কারণে গত ২০ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বেশ কিছু কার্যক্রম বন্ধ ছিল। এই বিল স্বাক্ষরের মধ্য দিয়ে তা ফের চালু হলো।
গত অক্টোবর থেকে এ পর্যন্ত এটি চতুর্থ সাময়িক বিল, কারণ ক্যাপিটল হিল দীর্ঘমেয়াদি বরাদ্দের ব্যাপারে একমত হতে পারে না।
সিনেটে ৮১-১৮ এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২৬৬-১৫০ ভোটে বিলটি পাস হয়।
অর্থ বরাদ্দ-সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের সিনেটে আটকে যাওয়ার পর ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ কারণে দেশটিতে ২০ জানুয়ারি থেকে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। দিনটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তির দিন।
বলা হচ্ছে, এই রেজুলেশনে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবরাদ্দ করবে যুক্তরাষ্ট্র সরকার। আর এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি দীর্ঘমেয়াদি বাজেটের সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
রিপাবলিকানদের দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি খুশি যে ডেমোক্রেটদের বোধোদয় হয়েছে।’
‘আমরা অভিবাসনের বিষয়ে দীর্ঘমেয়াদি চুক্তি করবো, যদি সেটি আমাদের দেশের জন্য শুভকর হয়।’