বিশ্বে ডলারের দাম ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

dollarমার্কিন মুদ্রা ডলারের দাম গত তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। ২০১৫ সালের পর এই প্রথম বিশ্বের প্রধান প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর পতন ঘটল।
আইসিই ডলার সূচককে ছয়টি প্রতিদ্বন্দ্ধি মুদ্রার বিপরীতে মার্কিন মুদ্রার দাম যাচাই করা হয়।। এতে দেখা যাচ্ছে মার্কিন মুদ্রার দাম এক শতাংশ হ্রাস পেয়ে ৮৯.২৪৫য়ে নেমে এসেছে। ২০১৪ সালের পর এই প্রথম মার্কিন মুদ্রার দাম ৯০য়ের নিচে নেমে আসে।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া ভাষণে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মানুচিন বলেন, বাণিজ্যে সুবিধা পাওয়ার জন্য দুর্বল ডলারই পছন্দ করে ওয়াশিংটন। তার এ বক্তব্যের পরই ডলারের দাম পড়ে যায়। দাভোসে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘সবার আগে আমেরিকা’ নীতির আলোকে দুর্বল ডলার চান তিনিও।
এদিকে, ৫২ সপ্তাহের মধ্যে সোনার দাম বেড়ে সর্বোচ্চে পৌঁছেছে। সোনার দাম এ ভাবে বাড়ার অন্যতম কারণ দুর্বল ডলার এবং বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম বেড়ে ১৩৬৮ ডলারে গিয়ে ঠেকেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button